ডেঙ্গুর ফলে বাড়তে থাকা রক্ত সংকট মেটাতে এবার নিজেরাই উদ্যোগ নিল করল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল। সাধারণভাবে প্রতিদিনই বর্ধমান হাসপাতালে প্লেটলেট তৈরি করার জন্য ১০ থেকে ১২ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। কিন্তু বর্তমান সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাবের ফলে তার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২২ থেকে ২৪ ব্যাগ। তারপরও রয়েছে অন্যান্য চাহিদা। যা গড়ে প্রায় ১০০ ব্যাগের কাছাকাছি। এই বিপুল রক্তের চাহিদা মেটাতে বিভিন্ন ক্লাব, সংগঠন, স্বেচ্ছাসেবি সংস্থার কাছে আবেদনও রাখা হয়েছে। এখনও পর্যন্ত রক্তের অপ্রতুলতা না থাকলেও সাময়িক ভাবে এই সমস্যা যাতে তৈরি না হয় সে কারণেই এই উদ্যোগ বলে জানিয়েছেন ডেপুটি সুপার ডাঃ অমিতাভ সাহা।
সোমবার হাসপাতালের অডিটোরিয়াম হলে আয়োজিত এই রক্তদান শিবিরে হসপাতাল সুপার ডাঃ উৎপল দাঁ, ডেপুটি সুপার অমিতাভ সাহা, অন্যান্য ডাক্তার, অধ্যাপক, নার্সিং স্টাফ, স্বাস্থ্যকর্মী, জুনিয়ার ডাক্তার সহ প্রায় ২০০ জন রক্তদাতা রক্তদান করেন। সংগৃহীত রক্ত ট্রিপল ব্যাগ পদ্ধতিতে রাখা হবে এবং প্লেটলেট তৈরির জন্য তা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ব্লাড ব্যাঙ্কের দায়িত্ব প্রাপ্ত আধিকারিক ডাঃ সুদীপ ধীবর। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বর্ধমান মেডিকেল কলেজের ছাত্র সৃজন মন্ডল প্যাক্রাইটিস রোগে মারা যায়। তাকে স্মরণ করেই শুরু হয় এদিনের এই রক্তদান শিবির।