ফের দৃরপাল্লার ট্রেন থেকে থেকে কচ্ছপ উদ্ধার হল বর্ধমান স্টেশনে। মঙ্গলবার গোপনসৃত্রে খবর পেয়ে জিআরপি ডাউন দুন এক্সপ্রেসে অভিযান চালিয়ে উদ্ধার করে ৮৯টি কচ্ছপ। যার মধ্যে ৫টি মারা যায়। ডাউন দুন এক্সপ্রেসের জেনারেল কামরার সিটের তলায় তিনটি ব্যাগ থেকে উদ্ধার হয় কচ্ছপ গুলি। ডাউন ট্রেনটি বর্ধমান স্টেশনের ৬ নম্বর প্যাল্টফর্মে থামলে জিআরপি অভিযান চালিয়ে কচ্ছপ গুলি উদ্ধার করে। তবে পাচারকারীদের নাগাল পায় নি জিআরপি। বর্ধমান বনবিভাগের হাতে কচ্ছপ গুলি তুলে দেওয়া হবে বলে জানা গেছে। বেশ কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে কচ্ছপ উদ্ধারের ঘটনা ঘটছে। কখনও সড়ক পথে তো কখনও রেলপথে। পাচারকারীদের দুএকজনকে পুলিশ গ্রেপ্তারও করছে। কিন্তু তবু কচ্ছপ পাচার আটকানো যাচ্ছে না।

Like Us On Facebook