নির্বাচন কমিশন এ রাজ্যকে ভোট পরিচালনার ক্ষেত্রে দেশের মধ্যে সেরার স্বীকৃতি দিয়েছে। পাশাপাশি নির্বাচন পরিচালনার ক্ষেত্রে দেশের ৭১৬ টি জেলার মধ্যে সেরা জেলা নির্বাচিত হয়েছে বর্ধমান। বুধবার জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে বর্ধমানের জেলাশাসক সৌমিত্র মোহনের হাতে সেরা জেলার পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।