ষাঁড়ের তাণ্ডবে আতঙ্কিত অন্ডাল বাজারের মানুষজন। জানা গেছে, অন্ডাল বাজারে একটি বিশাল আকৃতির ষাঁড় বেশ কিছুদিন ধরে তাণ্ডব চালাচ্ছে। বুধবার রাতে স্থানীয় এক যুবকের উপর ষাঁড়টি হামলা চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ষাঁড়ের আক্রমণের কারণে রাজু জয়সওয়াল নামে ওই যুবক গুরুতর জখম হন। ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত যুবককে চিকিৎসার জন্য দুর্গাপুরের হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনার পর ষাঁড়টিকে ঘিরে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় মানুষজন জানান, এই ষাঁড়টি দিনরাত পুরো এলাকা ঘুরে বেড়ায়। এর আগেও ষাঁড়টি দু’জনকে আক্রমণ করেছিল, যার ফলে ওই দু’জনই গুরুতর জখম হয়েছিলেন। ষাঁড়টি যে কোন সময় হামলা চালাতে পারে এই ভয়ে অন্ডাল বাজারের মানুষজন আতঙ্কে আছেন। তাঁরা চাইছেন প্রশাসন দ্রুত ষাঁড়টিকে ধরার ব্যবস্থা করুক।
Like Us On Facebook