বৃষ্টির প্রার্থনায় ব্যাঙের বিয়ে দিলেন পশ্চিম বর্ধমান জেলার বুদবুদের মাড়ো গ্রামের বাসিন্দারা। কেবলমাত্র সাদামাটা বিয়ে নয়। হিন্দু রীতি মেনে ব্যাঙের গায়ে-হলুদ অনুষ্ঠান থেকে বিয়ের শোভাযাত্রা, বৌভাত সব অনুষ্ঠানই হয় গ্রামবাসীদের উপস্থিতিতে। চাঁদা তুলে বিয়ের অনুষ্ঠান করার পাশাপাশি গ্রামবাসীরা ভুড়িভোজের আয়োজনও করেছিলেন।
উল্লেখ্য, ভরা বর্ষার মরসুমে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। বৃষ্টির আকালে ধান চাষ শুরুই করতে পারেননি চাষিরা। আবহাওয়া অফিস সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, এবছর এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ৪৭%। ফলে ভরা বর্ষায় আমন চাষ ব্যাপক ক্ষতির সম্ভবনা দেখা দিয়েছে। বিশেষ করে পূর্ব বর্ধমান জেলা হল শষ্যগোলা। প্রচুর পরিমাণে ধান চাষ হয় পূর্ব বর্ধমান জেলায়। চাষীরা জানান, একে বৃষ্টির অভাব, তার উপর জলাধারে যথেষ্ট জল না থাকায় ডিভিসিও এবার যথেষ্ট জল সরবরাহ করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই চাষীদের মাথায় হাত। তাই বৃষ্টির আশায় মাড়ো গ্রামের বাসিন্দারা ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করেন।