মোবাইলে গেম খেলা নিয়ে ভাই-বোনে ঝগড়ার পর আত্মঘাতী হল বোন। বীরভূমের মুরারইয়ের রূপরামপুরের ঘটনা। মৃতার নাম হীরা খাতুন। গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে হীরা। সোমবার বর্ধমান হাসপাতালে মৃত্যু হয় হীরার।

পরিবার সূত্রে জানা গেছে, দিন পনের আগে মোবাইল নিয়ে হীরা খাতুনের সঙ্গে তার ভাইয়ের ঝগড়া হয়। এরপর নবম শ্রেণির ছাত্রী হীরা রাগের মাথায় বাড়ির দোতলায় উঠে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। বাড়ির লোকজন হীরাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। তার শারীরিক অবস্থার অবনতি হলে হীরাকে বর্ধমান হাসপাতালে রেফার করা হয়। দু’সপ্তাহ ধরে বর্ধমান হাসপাতালে চিকিৎসা চলছিল হীরার। সোমবার সকালে মৃত্যু হয় হীরার। ঈদ উৎসবের প্রাক্কালে এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে।

Like Us On Facebook