নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি তার উপর ঝাড়খণ্ডের সিকাটিয়া জলাধার থেকে জল ছাড়ায় ফুঁসছে অজয় ও তার শাখানদী কুনুর। কুনুরের জল বাড়ায় আউশগ্রামের শ্মশান মোড় এলাকায় আউশগ্রাম-ভেদিয়া রোড জলের তলায় চলে গেছে। বিপর্যস্ত এই রাস্তায় যানবাহন চলাচল। সিকাটিয়া জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়লে এই রাস্তায় যান চলাচল পুরোপুরি ব্যহত হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এদিকে, কয়েকদিনের ভারী বৃষ্টিপাতেই জলে ডুবল গুসকরায় কুনুর নদীর উপর তৈরি মেলবন্ধন সেতু। ফলে গুসকরা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ড এবং উক্তা পিচকুড়ি,পরশুরাম, কাঁটাটিকুড়ি সহ বেশ কিছু গ্রামের। এই সেতু দিয়ে যাতায়াত বন্ধ হতেই দুর্ভোগে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। তাঁদের এখন ঘুরপথ দিয়ে শহরে পৌঁছতে হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, গুসকরা শহরের মধ্যে দিয়ে কুনুর নদীটি চলে গিয়েছে। ফলে সেতুর উত্তরদিকে রয়েছে পুরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ড। আর বাকি ১৪ টি ওয়ার্ড রয়েছে নদীর দক্ষিণদিকে। ফলে সেদিকেই রয়েছে বাজার, হাট, স্কুল, কলেজ সহ সমস্ত অফিস কাছারি। তাই উত্তরদিকে দুটি ওয়ার্ড ও বেশ কিছু গ্রামের বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে বছর খানেক আগে গুসকরার শিববাগান এলাকায় পুরসভার তরফে তৈরি করা হয়েছিল ‘মেলবন্ধন’ সেতু। পাইপ বসিয়ে ভাসাপুলের ন্যায় সেতুটিকে তৈরি করা হয়। কিন্তু এখন সেতুর উপরে জল উঠে যাওয়ায় জাতীয় সড়কের উপর তৈরি শহরের নদীপটি এলাকায় কুনুর সেতু দিয়েই এখন দুই পাড়ের মানুষদের ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। এতে দুর্ভোগ বেড়েছে স্থানীয়দের। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রতি বছর একটু ভারী বৃষ্টিপাত হলেই সেতুটি জলে ডুবে যাওয়ায় তাঁদের সমস্যায় পড়তে হয়। তাই এই সেতুর পরিবর্তে ওখানে উচুঁ ব্রিজ তৈরি করলে ভাল হয়। তাহলে বর্ষাতেও তাঁদের যাতায়াতে কোনও সমস্যা হবে না।