বর্ধমান শহরে দাবি মত চাঁদা না দেওয়ায় ট্রাক চালককে বেধড়ক মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। প্রতিবাদে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রেখে পথ অবরোধ করেন বাস ও ট্রাকের চালকরা। শুক্রবার সাত সকালে দীর্ঘক্ষণ বর্ধমান-আরামবাগ রোডের তেলিপুকুরে অবরোধ হওয়ায় চরম যানজটের সৃষ্টি হয়। বাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে। যানজটের জেরে তেলিপুকুরে ২ নম্বর জাতীয় সড়কের অ্যাপ্রোচ রোডও অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে কলকাতাগামী সরকারি বাস ও স্কুল বাসগুলিও আটকে পড়ে।

এদিন সকালে তেলিপুকুরে একদল যুবক একটি ট্রাককে আটকে চালকের কাছে পাঁচশো টাকা কালীপুজোর চাঁদা দাবি করে বলে অভিযোগ চালকদের। ওই ট্রাক চালক দাবি মত পাঁচশো টাকার পরিবর্তে পঞ্চাশ টাকা দিলে চালককে গাড়ি থেকে নামিয়ে ব্যাপক মারধর করা হয় ও গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন অন্যান্য বাস ও ট্রাকের চালকরা। তাঁরাই জখম চালককে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর ক্ষুব্ধ অন্যান্য বাস ও ট্রাক চালকরা ট্রাকটিকে রাস্তার মাঝে দাঁড় করিয়ে রেখে অবরোধ শুরু করেন। বর্ধমান থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবরোধকারী চালকদের বুঝিয়ে অবরোধ তোলে।


Like Us On Facebook