রেল স্টেশনে সেল্ফি নিতে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি স্টেশনে। মৃত কিশোরের নাম সুকবাহার সেখ(১৭)। বাড়ি পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের গাঙ্গুরিয়া গ্রামে। সুকবাহার রাজকোটের একটি সোনার দোকানে কাজ করত। ঈদ উপলক্ষে কিছুদিন আগে সে বাড়ি ফিরেছে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সুকবাহার তার দুই বন্ধুকে নিয়ে মেমারি স্টেশনে যায়। গুজরাটের রাজকোট থেকে তার কয়েকজন বন্ধু ঈদ উপলক্ষে বাড়ি ফিরছে জেনে তাদের আনতেই মেমারি স্টেশনে গিয়েছিল সুকবাহার। ট্রেন আসতে দেরী আছে দেখে তিন বন্ধু প্ল্যাটফর্মের ফুট ওভার ব্রিজে বসে গল্পগুজব করছিল। এরপর ফুট ওভার ব্রিজের রেলিংয়ে বসে সেল্ফি নিতে গিয়েই ঘটে বিপত্তি। অসাবধানতাবশত সুকবাহার সেখান থেকে নীচে এক নম্বর প্ল্যাটফর্মের একটি ট্যাপ কলের উপর পড়ে যায়। তাকে উদ্ধার করে মেমারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সুকবাহারের অবস্থার অবনতি হলে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে সুকবাহারের মৃত্যু হয়।