ঘুড়ি ওড়ানোর সময় রেলওয়ে ওভারব্রিজের ঠিকাদার সংস্থার গাফিলতিতে এক দশ বছরের বালকের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা বাজেপ্রতাপপুর এলাকায়। মৃতের নাম অনিমেষ ঘোষ। বাড়ি বাজেপ্রতাপপুর এলাকারই শিবতলা নতুনপুকুর পাড় এলাকায়। পরিজনদের অভিযোগ, সোমবার সকাল ১১ টা নাগাদ প্রতিদিনের মতো বাড়ির সামনে ঘুড়ি ওড়াচ্ছিল অনিমেষ। আচমকাই সুতো ছিঁড়ে ঘুড়ি উড়ে যাচ্ছে দেখে ঘুড়িটিকে ধরতে গেলে ঠিকাদার সংস্থার গাফিলতিতে একটি বিদ্যুৎ সংযুক্ত হয়ে যাওয়া মইয়ের সংস্পর্শে আসাতে সেখানেই বিদ্যুৎপৃষ্ট হয়ে লুটিয়ে পড়ে অনিমেষ। সেখান থেকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত্যু বলে ঘোষণা করেন। এর পরেই উত্তেজিত হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা।
যদিও ঠিকাদার সংস্থার দাবি তাঁরা নিয়ম মেনেই কাজ করছিলেন। গার্ড ওয়াল দিয়ে গোটা এলাকাকে ঘিরে রাখা হয়েছিল, স্থানীয় বাসিন্দাদের অনুরোধেই ওই এলাকার একটি অংশে গার্ডওয়াল দেওয়া হয়নি। কারণ ওখানে একটি শিবমন্দির আছে সেই শিবমন্দিরে যেতে হবে বলেই তাঁরা অনুরোধ করেন। তার ফলেই এই ঘটনা ঘটেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, কিছুদিন আগেই ঠিকাদার সংস্থাটির গাফিলতিতে লোহার পাত পড়ে দুজন আহত হন। তখনও স্থানীয় বাসিন্দারা ঠিকাদার সংস্থাটিকে নিরাপত্তার ব্যবস্থা করতে বললেও ন্যুনতম ব্যবস্থা নেয়নি ঠিকাদার সংস্থাটি বলে অভিযোগ বাসিন্দাদের।