এখনও দুর্গোপুজোর বাকি প্রায় ৩ মাস। আসন্ন দুর্গাপুজোর আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করে দিল বর্ধমানের বড়শুল এলাকার জাগরণী সংঘ। রবিবার বড়শুলের জাগরণী ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খুঁটিপুজোর মাধ্যমে শুরু হয়ে গেল তাদের ৩১ তম দুর্গাপুজোর প্রস্তুতি।
কোথাও ফোটেনি শরতের কাশফুল। তবুও রবিবার বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্ব্বমঙ্গলা মন্দিরে খুঁটি পুজো দিয়ে শুরু হয়ে গেল তাঁদের ৩১তম বর্ষ দুর্গাপুজোর প্রস্তুতি। এদিন বড়শুলে দামোদর থেকে ঘটে জল তুলে প্রথমে স্থানীয় কালীমন্দিরে পুজো দেওয়া হয়। তারপর প্রায় শতাধিক ক্লাব সদস্যদের উপস্থিতিতে আদিবাসী নৃত্যশিল্পীদের নিয়ে হাজির হন বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে। সেখানেই হল খুঁটি পুজো। ক্লাব সদস্যরা জানিয়েছেন, এবার পুজোর বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা। পুজোর থিম ‘রূপসী বাংলা- শিকড়ের টানে মাটির গানে’।