.

বুধবার বর্ধমানের রথতলা কাঞ্চননগর হিন্দু মিলন মন্দিরের উদ্যোগে দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক, খাতা প্রভৃতি তুলে দেওয়া হল। এদিন মন্দির প্রাঙ্গণের এই অনুষ্ঠানে ৮টি স্কুলের মোট ২৫০ জন ছাত্রছাত্রীর হাতে পাঠ্য পুস্তক এবং ৫টি করে খাতা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল খোকন দাস, ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ঋষিকেশানন্দাজী মহারাজ, প্রাক্তন কমিশনার সন্তোষ সাহা শিকদার, রথতলা কাঞ্চননগর হিন্দু মিলন মন্দিরের সভাপতি সুনীলচন্দ্র সরকার প্রমুখ।

Like Us On Facebook