ট্রেনের মধ্যে দাবিদারহীন ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়াল বর্ধমান স্টেশনে। রেলপুলিশ সূত্রে জানা গেছে, আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস বর্ধমান স্টেশনে পৌঁছালে এস-৯ কামরায় একটি দাবিদারহীন ব্যাগ দেখতে পান কয়েকজন যাত্রী। তাঁরা টিটিকে ব্যাপারটি জানালে সন্দেহ হওয়ায় রেলপুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।
রেলপুলিশ খবর পেয়ে বম্ব ডিসপোজাল স্কোয়াডের সঙ্গে যোগাযোগ করে। বোম স্কোয়াড এসে তল্লাশি চালালেও ব্যাগ থেকে জামাকাপড় ও বইপত্র ছাড়া সন্দেহজনক কিছু মেলে নি। ব্যাগে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্যাগটির মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে রেলপুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শিয়ালদহ স্টেশন থেকে কোন যাত্রী ব্যাগটিকে নিয়ে ট্রেনে উঠে কোন কারণে ফের ট্রেন থেকে নেমে আর ট্রেন ধরতে পারেন নি। তাতেই বিপত্তির শুরু। তবে এই ঘটনার প্রভাব রেল পরিষেবায় সেভাবে পড়েনি।