ফের কৌটো বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বর্ধমানে। বর্ধমান পৌরসভার ৫ নং ওয়ার্ডের দুবরাজদিঘি হরেরডাঙা এলাকায় এদিন উদ্ধার হয় কৌটো বোমা। কৌটো বোমাটি প্রথমে একটি বাচ্চা দেখতে পায়। এবং সে সেটি নিয়ে খেলা করছিল। বাড়ির বড়দের সন্দেহ হওয়ায় কৌটো খুলতেই বেড়িয়ে আসে বারুদ। কোনো ভাবে বিস্ফোরণ হলে কি হতো তা ভেবেই শিউরে উঠছেন বাড়ির লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ।
গতকাল বর্ধমানের তালিত ঝাপানডাঙা এলাকা থেকে ৫ টি কৌটো বোমা উদ্ধার করে দেওয়ানদিঘি থানার পুলিশ। পরে সেগুলিকে নিষ্ক্রিয় করা হয় পুলিশের পক্ষ থেকে। এদিকে এই কৌটো বোমা উদ্ধারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। তৃণমূলের অভিযোগ, এলাকার তৃণমূল নেতা ইফতেকার আহমেদকে ফাঁসাতেই বিজেপি এই বোমা রেখেছে। যদিও বিজেপির অভিযোগ, মানুষ নয় বোমাই এখন তৃণমূলের একমাত্র ভরসা। তাই এলাকায় অশান্তি তৈরি করতেই এই বোমা তৃণমূলই মজুত করেছিল।