.
গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমানের কমলসায়র এলাকার একটি বাড়ি থেকে চারটি তাজা বোম উদ্ধার করলো বর্ধমান থানার পুলিশ। উদ্ধার হওয়া বোমগুলি বর্ধমানের দমোদরের সদরঘাটে নিয়ে গিয়ে বম্ব ডিস্পোজাল স্কোয়াডের সদস্যরা নিক্রিয় করে। ঘটনায় পুলিশ আকাশ সেখ নামে একজনকে গ্রেফতার করেছে।
Like Us On Facebook