কাটোয়া মহকুমার ২নং ব্লকের শ্রীবাটি গ্রামে সোমবার ভোরে একটি ক্লাবে মজুত রাখা বোমার বিস্ফোরণে ধূলিসাৎ হয়ে যায় ক্লাবটি। প্রাণ হারালেন ১জন। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান আজ ভোরবেলায় বোমা বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই, গিয়ে দেখি ক্লাবটি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা ৭০ বছরের লালু শেখ ভোরবেলায় ক্লাবের উল্টোদিকে রাস্তার ধারে বসে ছিলেন। হঠাৎ বিস্ফোরণে তিনি চোট পান এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। ক্লাবের পাশ থেকে দুটি টিন ভর্তি তাজা বোমা পুলিশ উদ্ধার করে। বম্ব স্কোয়াড টিমকে খবর দেওয়া হলে বম্ব স্কোয়াড টিম দুর্গাপুর থেকে রওনা দিয়েছে। এই ঘটনায় পুলিশ অভিযুক্তদের খোঁজে ব্যাপক তল্লাশি শুরু করেছে।