বাড়ির গোয়াল ঘরে ঢুকে পোষ্য গরুদের খড় খেতে দিতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হলেন এক আদিবাসী মহিলা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে অন্ডালের বনবহাল ফাঁড়ির ডায়মন্ড মাঝি পাড়ায়। আহত মহিলার নাম ফুলমণি মেঝেন।
জানা গেছে, ফুলমণি মেঝেনের সঙ্গে সঙ্গে ফুলমণি মেঝেনের একটি গরুও জখম হয়েছে। আহত ফুলমণি মেঝেনকে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমেছে বলে জানা গেছে। পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে কোন দুষ্কৃতী গোয়াল ঘরে তালা দেওয়া না থাকায় খড়ের নীচে বোমা লুকিয়ে রেখেছিল। সেই বোমায় হাত পড়ায় ফেটে গেছে। এদিকে, গোয়ালে বোমা বিস্ফোরণকে ঘিরে উতপ্ত বনবহাল ফাঁড়ির ডায়মন্ড মাঝি পাড়া। বোমা বিস্ফোরণের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মীদের একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত বনবহাল এলাকা।