অন্ডালের বনবহাল ফাঁড়ির ডায়মন্ড মাঝি পাড়ায় গোয়ালঘরে বোমা বিস্ফোরণে পুলিশ কুকুর নিয়ে ঘটনার তদন্ত শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। মঙ্গলবার সকালে গোয়ালঘরে গরুকে খড় দিতে গিয়ে খড়ের মধ্যে থাকা বোমা ফেটে গুরুতর আহত হন ফুলমণি মেঝেন নামে এক মহিলা। তাঁকে উদ্ধার করে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মঙ্গলবার সকালে তদন্তে নামে। খড়ের মধ্যে আরও বোমা লুকানো রয়েছে কিনা নিশ্চিত হতে দুর্গাপুরের এসিপি আরিশ বিল্লাল ও সিআই দেবজ্যোতি সাহার নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে গিয়ে তদন্তে নামে পুলিশ। জানা গেছে, পুলিশ কুকুর গোটা গোয়ালঘরে সন্ধান চালিয়েও নতুন করে আর কোন বোমা সন্ধান পায়নি। এদিকে, গোয়ালঘরে বোমা বিস্ফোরণ কান্ডকে ঘিরে রাজনৈতিক তরজা চরমে পৌঁছেছে অন্ডালের বনবহাল এলাকায়। বিজেপি ও তৃণমূল কংগ্রেস একে অপরকে দোষারোপ করায় সরগরম বনবহাল এলাকা।