বয়লার বিকল হয়ে ডুলি ওঠা-নামা বন্ধ হয়ে গেলে খনি গর্ভে আটকে পড়েন সকালের শিফটে কাজে নামা ৩৮ জন শ্রমিক। পাণ্ডবেশ্বরে ইসিএলের বাঁকোলা এরিয়ার কুমারডিহি-বি কোলিয়ারির ঘটনা। খনিগর্ভে আটকে পড়া শ্রমিকদের দড়িতে বেঁধে খাবার ও জল পাঠানো হয়। এই ঘটনায় খনি কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা।
জানা গেছে, সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ ৩৮ জন শ্রমিক ইসিএলের বাঁকোলা এরিয়ার কুমারডিহি-বি কোলিয়ারির খনি গর্ভে নামেন কয়লা উত্তোলনের জন্য। বিকেলে কাজ শেষে তাঁদের উপরে আনার জন্য ডুলি চালু করতে গেলে বাধে বিপত্তি। দেখা যায় বয়লার বিকল হয়েছে, চালু করা যাচ্ছে না ডুলি। বিকল্প বয়লার চালু করতে গেলে সেটি আবার ফেঠে যায়। ফলে নীচে আটকে পড়া শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম উৎকন্ঠা। এদিকে ইসিএলের ইঞ্জিনিয়াররা যুদ্ধকালীন তৎপারতায় বয়লার মেরামতির কাজ শুরু করেন। পাশাপাশি খনিগর্ভে আটকে পড়া শ্রমিকদের দড়ির সাহায্যে খাবার, ওষুধ ও জল পৌঁছে দেওয়া হয়। প্রায় ৩০০ ফুট নীচে আটকে পড়া শ্রমিকদের সঙ্গে ইন্টারকমের মাধ্যমে যোগাযোগ রক্ষা করা হয়। পরে বয়লার মেরামত হলে রাত ন’টা নাগাদ আটকে পড়া শ্রমিকদের উপরে তুলে আনা হয়। তাঁরা সকলেই সুস্থ আছেন বলে জানা গেছে।