২ নম্বর জাতীয় সড়কের বামাচাঁদাইপুরের কাছে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে বর্ধমানের বামাচাঁদাইপুরে জাতীয় সড়কের উপর এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহের কাছ থেকে উদ্ধার হওয়া আধার কার্ড অনুয়ায়ী মৃতের নাম সামাদ আলি সেখ। বাড়ি বর্ধমানের বেলেণ্ডা গ্রামে। বর্ধমান থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ মর্গে। দুর্ঘটনায় মৃত্যু না খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে জাতীয় সড়কে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Like Us On Facebook