বুদবুদের মানকর কলেজের পিছন থেকে এক আদিবাসী যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়াল বুধবার সকালে। মৃত যুবকের নাম রাজু হাঁসদা। বাড়ি মানকরের লবনধারা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজুর দুই স্ত্রী। প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে ১৫ বছর আগে সম্পর্ক ছেদ হয়ে যায়। প্রথম পক্ষের একটি মেয়ে রয়েছে রাজু হাঁসদার। রাজু বর্তমানে দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে থাকত। দীর্ঘদিন পর প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে প্রথম পক্ষের মেয়েকে কেন্দ্র করে ফের সম্পর্ক স্থাপন হয়। প্রথম পক্ষের স্ত্রী ফের যাতায়াত শুরু করে। রাজু হাঁসদা মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। বুধবার সকালে মানকর কলেজের পিছন থেকে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। আরও জানা গেছে, রাজুর মৃতদেহের গলায়, মুখে ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। রক্ত জমাট বেঁধে আছে সেই চিহ্ন ও পাওয়া গেছে। সঙ্গে মৃতদেহের কাছে মাটিতে ধূপ, সিন্দুর পড়ে থাকতে দেখা গেছে। রাজুর পরিবারের অনুমান সম্ভবত রাজুকে ঝাড়ফুঁক করে খুন করা হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। এদিকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই খুনের পিছনে রহস্য উন্মোচন করার দাবি জানান।