গাছ থেকে দুই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের আউশগ্রামে। মৃত দুই ছাত্রী লক্ষ্মী বেসরা ও মামনি হেমব্রম স্থানীয় আউশগ্রামের এড়াল অঞ্চল উচ্চবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী। তাদের দুজনেরই বাড়ি চণ্ডিপুর গ্রামে। উল্টোরথের দিন, গত সোমবার লক্ষ্মী, মামনি ও আর এক বান্ধবী মিলে প্রথমে তারা বীরভূমের নানুরে মামনির মাসির বাড়িতে বেড়াতে যায়। তারপর মঙ্গলবার তিনজনই নানুর থেকে চলে যায় ভাতাড়ের রামচন্দ্রপুরে মামনির মামার বাড়িতে। সেখান থেকে বুধবার তারা ফেরে চন্ডিপুর গ্রামে এবং তিনজনই মামনির বাড়িতে যায়। রাতে তিন জনে এক সঙ্গে খাওয়ার পর বাড়ির পাশে সেচখালের জলে থালা বাসন ধুতে যায়। ওখানে মামনি ও লক্ষ্মী তাদের আর এক বান্ধবীকে ছেড়ে জঙ্গলে চলে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর মাঠের একটি গাছ থেকে দুজনের ঝুলন্ত নিথর দেহ উদ্ধার হয়। আউশগ্রাম থানার পুলিশ দুটি দেহ উদ্ধার করে বর্ধমান পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। পরিবার বা প্রতিবেশীদের কাছে গোটা বিষয়টিই চরম রহস্যের। দুই কিশোরীর আত্মহত্যার ঘটনায় গোটা গ্রাম শোকে বিহ্বল, বাকরুদ্ধ। কি কারণে মৃত্যু জানার অপেক্ষায় গোটা চন্ডিপুর গ্রাম।
Like Us On Facebook