রবিবার এক মর্মান্তিক দুর্ঘটনায় হাইড্রেনে তলিয়ে গিয়ে মৃত্যু হয় তিন বছরের শিশু কন্যা আতিকা নাজের। ঘটনাটি ঘটে আসানসোল পুরসভার অন্তর্গত ৪৮ নম্বর ওয়ার্ডের হটন রোড মোহন গলিতে। রবিবার বিকেলে জাহাঙ্গীর মহল্লার মহম্মদ আলমগীর তাঁর স্ত্রী ও মেয়ে নাজকে নিয়ে একটি রিক্সায় চেপে হটক রোড দিয়ে অত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। সেই সময় প্রচন্ড বৃষ্টির ফলে রাস্তায় জল জমে যায়। জমা জলে ড্রেন ও রাস্তা একাকার হয়ে যায়। তাঁদের রিক্সাচালক ড্রেন ও রাস্তার মধ্যে পার্থক্য করতে না পেরে ভুল বশত রিক্সা নিয়ে হাইড্রেনে পড়ে যান। স্থানীয় মানুষজন রিক্সাচালক, আলমগীর ও তাঁর স্ত্রীকে ড্রেন থেকে উদ্ধার করতে পারলেও তিন বছরের নাজ ড্রেনের জলে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা রবিবার রাতভর তল্লাশি চালিয়েও নাজের কোন হদিশ পায় নি। সোমবার সকালে ফের তল্লাশি শুরু হলে দুর্ঘটনাস্থল থেকে অনেকটাই দূরে আসানসোল স্টেশনের কাছে ড্রেন থেকে উদ্ধার হয় ছোট্ট নাজের নিথর দেহ।
এই মর্মান্তিক দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করেন। সোমবার নাজের দেহ উদ্ধারের পর মানুষ আসানসোল পুরসভার দায়িত্বজ্ঞানহীনতার জন্য ক্ষোভ উগরে দেন। মানুষের ক্ষোভের আঁচ পেয়েই মেয়র জিতেন্দ্র তেওয়ারি ঘোষণা করেন আসানসোলের সমস্ত খোলা ম্যানহোল ও হাইড্রেন শীঘ্রই ঢেকে দেওয়া হবে।