বিহারে কাজে যাওয়া মৃত উদয় দাসের দেহ নিয়ে বাড়ি ফিরলেন আত্মীয়রা। পূর্ব বর্ধমানের জামালপুর থানার জ্যোৎশ্রীরাম অঞ্চলের পাইকপাড়া গ্রামে উদয় দাসের বাড়ি। বিহারে ময়নাতদন্ত সেরে মৃতদেহ গ্রামের বাড়িতে ফিরতেই বাঁধভাঙা কান্নায় ফেটে পড়েন উদয়ের পরিবার সদস্যরা।
উদয় দাসের দাদা দেবব্রত দাস শনিবার জানান, ২৪ জানুয়ারি বিহারের পাটনায় কাজে গিয়েছিল উদয় সহ তারকেশ্বরের দুই যুবক। সেখানে চিংড়ি মাছ সংরক্ষণের জন্য যে হিমঘর তৈরি হচ্ছে তার মেকানিকের কাজে যায় তারা। গত সোমবার উদয়ের দিদি উদয়কে ফোন করে। ওই দিন উদয় তার দিদিকে জানিয়েছিল, কাজ শেষ হয়ে গেছে। মঙ্গলবার বাড়ি ফিরবে। তার পর থেকে যতবার উদয়ের মোবাইল ফোনে ফোন করা হয়েছে তার ফোন সুইচ অফ ছিল। বৃহস্পতিবার বাড়িতে খবর আসে তারকেশ্বরের দুই যুবক ও উদয় সেখানে মারা গেছে। বৃস্পতিবার রাতে বিহারের পাটলিপুত্রর উদ্দেশ্যে রওনা হয়েছিল মৃতের পরিবারের সদস্যরা।