মাইথন ড্যামে নৌকাবিহার করার সময় তলিয়ে যাওয়া ধানবাদ জেলার নিরশার বাসিন্দা ব্যাঙ্ক ম্যানেজার হরজিৎ সিং-এর দেহ বৃহস্পতিবার উদ্ধার হল। ১৫ আগস্ট বিকেলে বন্ধুদের সঙ্গে নৌকাবিহারের সময় ড্যামের জলে পড়ে গিয়ে তলিয়ে যান হরজিৎ। সেই সময় নৌকার মাঝিরা খোঁজাখুঁজি করেও সন্ধ্যা হয়ে যাওয়ায় দেহের হদিস পান নি। বুধবার আসানসোল থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল এসে তল্লাশি অভিযানে নামে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত দেহের কোন হদিস মেলেনি। অবশেষে বৃহস্পতিবার ভোরে ড্যামের বাবুঘাট সংলগ্ন এলাকায় একটি মৃতদেহ ভাসতে দেখে নৌকার মাঝিরা পুলিশকে খবর দেয়। বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা এসে ড্যামের জল থেকে হরজিৎ-এর মৃতদেহ উদ্ধার করে। পরিবারের লোকজন মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায়।
Like Us On Facebook