সিভিক ভলান্টিয়ারের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিল বর্ধমানের রথতলা এলাকায়। সোমবার সকালে ২ নম্বর জাতীয় সড়কে রথতলা এলাকায় বাঁকা সেতুর নীচে পড়ে থাকতে দেখা যায় ওই সিভিক ভলান্টিয়ারের দেহ। মৃতের নাম রবীন্দ্রনাথ ঘোষ(৩৭)। বাড়ি দেওয়ানদিঘি থানার বড় কাশিয়াড়া এলাকায়।
রবীন্দ্রনাথ ঘোষ দেওয়ানদিঘি থানার সিভিক কর্মী ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ সহ পরিবারের লোকজন। ঘটনাকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। জানা গেছে, রবিবার দুপুরে বাড়ি থেকে বেড়িয়েছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। এরপর সোমবার সকালে তাঁর মৃত্যু সংবাদ আসে বাড়িতে। একটি বছর দুয়েকের শিশুপুত্রও রয়েছে তাঁর। তিনি পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন। প্রাথমিকভাবে পরিবারের অনুমান, তাঁকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।
Like Us On Facebook