.

অন্ডালের জামবাদের একটি পুকুরে এক নিখোঁজ ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে মঙ্গলবার এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, মৃত ব্যক্তি গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। অন্ডালের বনবহাল ফাঁড়িতে এই সংক্রান্ত একটি মামলা রুজু হয়। মৃত ব্যক্তির নাম ভীম মন্ডল ( ৩৮)। মঙ্গলবার নিখোঁজ ভীম মন্ডলের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভীম মন্ডলের বাবা ইসিএলের কর্মী ছিলেন। কয়েকদিন আগে কর্মরত অবস্থায় মারা যান। স্বাভাবিকভাবেই ভীম মন্ডল বাবার চাকরিটি পেতেন। কিন্তু রহস্যজনক ভাবে ভীম মন্ডলের মৃত্যু নিয়ে সকলেই সন্দিহান। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে।

Like Us On Facebook