বর্ধমান মহারাজা কাপ নামে রাজ্যস্তরের দেহসৌষ্ঠব প্রতিযোগিতা শুরু হলো। রবিবার বর্ধমানের টাউন হলে এই প্রতিযোগিতার উদ্ধোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন বিধায়িকা নার্গিস বেগম ও সংস্থার কর্মকর্তারা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে পুরুষ ও মহিলা প্রতিযোগিরা বিভিন্ন বিভাগের প্রতিযোগিতায় অংশ নেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বর্ধমানের তিনকোনিয়ার প্রতিবন্ধী বডিবিল্ডার স্বপন মন্ডল-এর প্রদর্শন দেখে মুগ্ধ হয়ে তাকে একটি ট্রাইসাইকেল দেওয়ার প্রতিশ্রুতি দেন মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও মন্ত্রী তাকে নিজের দপ্তরে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগের আশ্বাস দেন। চাকরির আশ্বাস পেয়ে লটারির টিকিট বিক্রি করা স্বপন মন্ডল আনন্দের কথা জানান।

Like Us On Facebook