২০ শয্যার অত্যাধুনিক ডায়ালিসিস ইউনিট চালু হতে চলেছে বর্ধমান হাসপাতালে। ইউনিটটি শীঘ্রই চালু করতে কাজ চলছে জোর কদমে। পিপিপি মডেলের এই ডায়ালিসিস ইউনিটটি চালু হলে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা যেমন বিনামূল্যে এই পরিষেবা পাবেন তেমনই বাইরের রোগীরাও সামান্য খরচে এখানে ডায়ালিসি করানোর সুযোগ পাবেন।
বর্তমানে বর্ধমান হাসপাতালে ৫ শয্যার ডায়ালিসিস ইউনিট চালু আছে। ওই ইউনিটে শয্যা সংখ্যা কম থাকায় এবং যন্ত্রপাতি পুরানো হয়ে যাওয়ায় রোগীদের প্রয়োজনমতো পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছিল না। রোগীদের প্রয়োজনীয় ডায়ালিসিসের জন্য ডেট পেতে অনেক অপেক্ষা করতে হচ্ছিল।
সেই অসুবিধা দূর করতে নতুন ইউনিটটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পিপিপি মডেলের নতুন ইউনিটটি চালু হলে রোগীরা উপকৃত হবেন। জানা গেছে, হাসপাতালের শিশু বিভাগের নীচের তলায় নতুন ইউনিটটি গড়ে তোলা হচ্ছে। নতুন ইউনিটটি চালু হলে প্রতিদিন প্রায় ১০০ জন রোগীর ডায়ালিসিস করা সম্ভব হবে।
পিপিপি মডেলে বেসরকারি সংস্থা হাসপাতালের দেওয়া জায়গায় ডায়ালিসিস ইউনিটটি গড়ছে। পরিষেবা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে বেসরকারি সংস্থার উপর। হাসপাতালের রোগীরা বিনামূল্যে এই পরিষেবা পাবেন। হাসপাতালের বাইরের কোন রোগী এই পরিষেবা নিতে গেলে সরকার নির্ধারিত সামান্য খরচে পরিষেবা পাবেন বলে জানা গেছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?