বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটিতে এসে চতুর্থ শ্রেণির এক কর্মী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে, নিখোঁজ কর্মীর নাম নিরঞ্জন দত্ত (৫৮)। বাড়ি বর্ধমান শহরের রথতলা এলাকায়। তিনি বর্ধমান হাসপাতালের স্টোরের কর্মী। ১২ নভেম্বর থেকে নিখোঁজ আছেন তিনি।

পরিবারের অভিযোগ, প্রতিদিনের মতো গত ১২ নভেম্বর সকাল ৯ টার সময় তিনি হাসপাতালে কাজে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। কিন্তু ৫.৩০ টার সময় ছুটি হয়ে গেলেও সন্ধ্যা ৭ টা পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। নিকট আত্মীয় সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও না পাওয়ায় গত ১৩ তারিখ বর্ধমান থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। যদিও হাসপাতালের ডেপুটি সুপার ডাঃ অমিতাভ সাহা জানিয়েছেন, হাসপাতালের হাজিরা খাতায় তাঁর উপস্থিতির সই আছে। এমনকি সিসিটিভি ফুটেজেও ৩.৩৫ নাগাদ তাঁকে দেখা গেছে। ইতিমধ্যেই পুরো বিষয়টি বর্ধমান থানাকে জানানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে বর্ধমান থানার পুলিশ।

Like Us On Facebook