বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গ সংস্কারের জন্য সাময়িকভাবে মর্গ কাটোয়ায় স্থানান্তরিত করা হবে বলে জানা গেছে। দীর্ঘ টালবাহানার পর বর্ধমান হাসপাতালের পুলিশ মর্গ কাটোয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত গৃহীত হল বৃহস্পতিবার। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বর্ধমানের এই মর্গকে কাটোয়ায় নিয়ে যাওয়ার বিষয়ে বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হল। উল্লেখ্য, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের এই পুলিশ মর্গ নিয়ে দীর্ঘদিন ধরেই লাগাতার অভিযোগ উঠছিল। একদিকে দূষণ ছড়ানো, অন্যদিকে, বহু পুরানো মর্গ হওয়ায় এর আধুনিকীকরণেরও প্রয়োজন হয়ে পড়েছিল।