পথ দুর্ঘটনায় মৃত্যু হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের। ঘটনাটি ঘটেছে ২ নং জাতীয় সড়কে শক্তিগড়ের কাছে কুমারপাড়া এলাকায়। মৃত চিকিৎসকের নাম প্রিয়ঙ্কর কাঁড়ার(৩৭)। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রী ও প্রসূতি বিভাগের শল্য চিকিৎসক ছিলেন। বাড়ি হাওড়ার জগাছায়।

জানা গেছে, শনিবার সকালে তিনি বাড়ি থেকে নিজের ডিজায়ার গাড়িতে করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে বের হন। সকাল সাড়ে ৯টা নাগাদ ২ নম্বর জাতীয় সড়কে শক্তিগড়ের কাছে একটি এসইউভি গাড়ি চিকিৎসকের গাড়িকে ওভারটেক করতে গিয়ে বডিতে হাল্কা ধাক্কা দেয়। চিকিৎসকের গাড়ির চালক সংঘর্ষ এড়াতে সজোরে ব্রেক কষলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে আলুর ক্ষেতে উল্টে যায়। গাড়িটি উল্টে যাওয়ার আগে বেশ কয়েক বার পাল্টি খেয়ে তারপর আলুর জমিতে গিয়ে পড়ে। চিকিৎসক প্রিয়ঙ্কর কাঁড়ার গাড়ির পিছনের সিটে বসে ছিলেন। গাড়িটি কয়েকবার পাল্টি খাওয়ার সময় তিনি বাইরে ছিটকে পড়লে তাঁর মাথায় আঘাত লাগে। স্থানীয় মানুষ ও পুলিশ চিকিৎসক ও তাঁর গাড়ির চালককে উদ্ধার করে অনাময় হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা প্রিয়ঙ্করবাবুকে মৃত বলে জানান। জখম গাড়ির চালক সৌরভ মণ্ডল ভর্তি আছেন অনাময় হাসপাতালে।

Like Us On Facebook