করোনা আবহে রক্তের সঙ্কট দেখা দিচ্ছে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে। আর সেই রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এল বিবেকানন্দ সেবা ভারতী। বুধবার বুদবুদের ভীড়সীন গ্রামে বিবেকানন্দ সেবা ভারতীর উদ্যোগে অনুষ্ঠিত হল সেচ্ছায় রক্তদান শিবির। সহযোগিতায় ছিল, দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল ও বর্ধমান মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্ক। সহযোগিতায় ছিলেন বুদবুদ কেবল টিভি এবং ব্রডব্যান্ড সার্ভিস।
এদিন বুদবুদের ভীড়সীন গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বংলার প্রথম কো-ভ্যাকসিন ট্রায়লে অংশগ্রহণকারী শিক্ষক চিরঞ্জিত ধীবর। এছাড়াও ছিলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের আসানসোল সাংগঠনিক জেলার প্রবুদ্ধ প্রমুখ তপন কুমার মন্ডল, স্থানীয় সমাজসেবী সুভাষ পরামানিক, রঞ্জিত ঘোষ, পরিতোষ শীল, মানবাধিকার কর্মী কামরুল ইসলাম মোল্লা, দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সম্পাদক সজল বোস, বর্ধমান মেডিক্যাল কলেজ ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক ডঃ দীপঙ্কর সাধু খাঁ প্রমুখ। সকলকে উত্তরীয় পরিয়ে ও স্মারক তুলে দিয়ে সম্মানিত করা হয়। ১ জন মহিলা সহ ৩২ জন এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। সমস্ত রক্তদাতাদের সম্বর্ধিত করা হয়। বিশেষ সম্বর্ধনা দেওয়া রাজ্যের প্রথম কো-ভ্যাকসিন ট্রায়লে অংশগ্রহণকারী শিক্ষক চিরঞ্জিত ধীবরকে। তিনি বলেন, ‘দেশ ও সমাজের জন্য নিজেকে উৎসর্গ করার শিক্ষা ও অনুপ্রেরণা পেয়েছি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ থেকে। আগামী দিনে দেশের সেবায় তরুণ প্রজন্ম এগিয়ে আসুক।’ উদ্যোক্তাদের পক্ষ থেকে অমিত ঘোষ ও কুন্তল ব্যানার্জী বলেন, ‘করোনা আবহে বিভিন্ন হাসপাতালে রক্তের সঙ্কট চলছে। তাই স্বাস্থ্যবিধি মেনে আয়জন করা হয় এই রক্তদান শিবির। আগামীদিনে আরও এধরণের সেবাকাজের উদ্যোগ নেওয়া হবে।’