রবিবার ৭০ তম স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার(এসবিআই) বর্ধমানের প্রধান শাখায়। এই শিবিরে প্রায় ২০০জন রক্তদান করেন।

এদিন এসবিআই অফিসার্স অ্যাসোসিয়েশনের (বেঙ্গল সার্কেল) বর্ধমান অ্যাডমিনিস্ট্রেটিভ জোনাল কমিটির উদ্যোগে এবং শহীদ শিবশঙ্কর সেবা সমিতি ও রশ্মি ব্লাড ব্যাঙ্কের সহায়তায় অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। এদিন প্রায় ২০০ জন রক্তদাতা রক্তডাব করেন। বেড়ে চলা রক্তসঙ্কট মেটাতেই এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানান উদ্যোক্তারা। সংগঠনের পক্ষ্যে উপস্থিত ছিলেন শ্রী ডিএম গুপ্তা, প্রদীপ মুখার্জী, বিপ্লব সরকার, সুদীপ মিত্র সহ অন্যান্যরা।

Like Us On Facebook