রক্তদানে নজির গড়ল দুর্গাপুর থানা। ২২০ জন রক্তদাতা দুর্গাপুর থানার পরিচালনায় নেতাজি ভবনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে বুধবার রক্তদান করলেন। দুর্গাপুর থানার অনেক পুলিশ কর্মীর সাথে দুর্গাপুরের ৪০ টি ক্লাবের অনেক সদস্য এদিন রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। ২২০ জনের রক্ত নেবার কিট থাকার ফলে ইচ্ছা থাকলেও অনেক রক্তদাতা এদিন রক্ত দিতে পারেন নি। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে সংগৃহীত  রক্ত জমা করা হবে বলে জানা গেছে। এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সহ পদস্থ পুলিশ আধিকারিকরা এই অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহিত করেন। সাম্প্রতিক মুখ্যমন্ত্রী ৫০০০০ ইউনিট ব্লাড সংগ্রহের ঘোষনার পর পরই থানা গুলিতে পুলিশ কর্মীদের লাগাতার রক্তদান কর্মসূচি চলছে। দুর্গাপুরেও প্রতিদিন পুলিশ কর্মীরা বিভিন্ন থানায় রক্তদান কর্মসূচি পালন করছেন।

Like Us On Facebook