রক্ত সংকট মেটাতে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও জেলা পুলিশ সুপার কুনাল আগরওয়ালের নির্দেশে বর্ধমান মহিলা থানায় শনিবার আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রী দ্যুতিমান ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উত্তর মহকুমা শাসক মুফতি সামিম শওকত সহ অনান্য পুলিশ আধিকারিকগণ। মহিলা থানার আইসি শ্রীমতি মিতা চক্রবর্ত্তী জানান, গ্রীষ্মের সময় হাসপাতালগুলিতে রক্তের চাহিদা মেটাতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে, তারই অঙ্গ হিসাবে আজকের এই রক্তদান শিবির।
অপরদিকে বর্ধমান স্টেশনের জিআরপি থানাও শনিবার রক্তদান শিবিরের আয়োজন করে। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন গ্রীষ্মকালে রক্ত সংকট কাটাতে সকলেই উদ্যোগী হন, এগিয়ে আসুন। পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বলেন রাতে রক্তদান শিবিরের আয়োজন করতে। সেই নির্দেশ মেনেই শনিবার বর্ধমান স্টেশনের জিআরপি ১ নম্বর প্লাটফর্মে রক্তদান শিবিরের আয়োজন করে। উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য।