বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ আসগর আলি খানের স্মৃতির উদ্দেশ্যে ওড়গ্রামে বিভিন্ন সমাজসেবামূলক কাজের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হল আসগর আলি খান ফাউন্ডেশন। রবিবার ফাউন্ডেশনের উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কুণাল আগরওয়াল। ফাউন্ডেশনের প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। ৮০ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন এই শিবিরে। উপস্থিত ছিলেন ভাতাড় বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
এদিনের রক্তদান শিবিরে আগত মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। বর্ধমান সহ ওড়গ্রাম ও পার্শ্ববর্তী এলাকার মানুষজন উৎসাহের সঙ্গে এই রক্তদান শিবিরে অংশ নেন। সমাজসেবী ও শিক্ষাবিদ আসগর আলি খানের পুত্র বর্ধমানের বিশিষ্ট চিকিৎসক ডা. সামিম খান বলেন, সমাজ কল্যাণের লক্ষ্যে বাবার স্মৃতিতে আমরা সমাজসেবামূলক এই প্রতিষ্ঠান গঠন করেছি। ফাউন্ডেশনের উদ্বোধন উপলক্ষে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে ওড়গ্রাম ও আশপাশের এলাকা থেকে প্রচুর মানুষ অংশগ্রহণ করেন। এই রক্তদান শিবিরকে সফল করে তোলার জন্য সকলকে আমাদের আন্তরিক ধন্যবাদ।