কোলিয়ারির বিশিষ্ট শ্রমিক নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ২০১১ সালের ১৬ জুন মারা যান। আজীবন শ্রমিক স্বার্থে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াই করছেন। তাই শনিবার সকালে অন্ডালের শঙ্করপুর মোড়ে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের স্মরণে ইসিএলের শ্রমিকরা এক রক্তদান কর্মসূচি করেন।

জানা গেছে, শ্রমিকদের থেকে সংগৃহীত রক্ত ইসিএল কাল্লা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে জমা দেওয়া হবে। এদিন প্রয়াত শ্রমিক নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের স্মরণে বক্তব্য রাখেন ইসিএলের বিভিন্ন রাজনৈতিক দলের বিশিষ্ট শ্রমিক নেতারা। স্মরণ সভায় বিশেষ বক্তব্য রাখেন আসানসোলের মেয়র তথা পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। সকল নেতাই বিশিষ্ট শ্রমিক নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের খনি শ্রমিকদের জন্য আন্দোলনের অবদান তুলে ধরেন।


Like Us On Facebook