দিপাবলী উপলক্ষে আতসবাজি বানানোর সময় শুক্রবার বিস্ফোরণে আহত হয় একই পরিবারের চারজন। খন্ডঘোষের দৈয়ড় গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, দৈয়ড় গ্রামের বাসিন্দা সেখ আনসার বেশ কয়েক বছর ধরেই এই ব্যবসার সঙ্গে যুক্ত। দিপাবলীতে ব্যাপক চাহিদা থাকে আতসবাজির তাই এই সময় পরিবারের সদস্যরাও হাত লাগান বাজি তৈরির কাজে। অসাবধনাতাবশত বিস্ফোরণ হলে শুক্রবার গুরুতরভাবে জখম হন আনসারের পরিবারের চার সদস্য। রবিবার এই ঘটনায় মারা যান আসেমা বিবি (৬৩)। এই ঘটনায় আহত হন সেখ আনসার আলি, রহিমা খাতুন(আনসারের মেয়ে), রেমিশা বেগম(আনসারের স্ত্রী)। পরিবারের তরফে দাবি করা হয়েছে বিদ্যুতের শকেই মৃত্যু হয়েছে আসেমার। বাড়িতে কোন ধরণের বিস্ফোরণ ঘটে নি। যদিও স্থানীয়দের দাবি বাজির বিস্ফোরণেই আহত হয়ে মৃত্যু হয়েছে আসেমা বিবির।

Like Us On Facebook