আসন্ন পঞ্চায়েত ভোটের আগে শুধু তাত্ত্বিক আলোচনার মাধ্যমে সংগঠন বিস্তার নয়। জনসংযোগ বাড়াতে এবার খেলাধুলাকেই অস্ত্র করছে বিজেপির শাখা সংগঠনগুলি। বর্ধমানের পার্বতী মাঠে কবাডি প্রতিযোগিতায় অভূতপূর্ব সাফল্য পাওয়ার পর এবার ভারতীয় জনতা যুবমোর্চা বর্ধমান সদর জেলা কমিটির পক্ষ থেকে আগামী ৩ সেপ্টেম্বর মানকর পাবলিক গ্রাউন্ডে আয়োজন করা হচ্ছে ফুটবল প্রতিযোগিতার। যেখানে উপস্থিত থাবেন দলের শীর্ষ নেতৃত্বের অনেকেই। আর এইভাবে শহর থেকে গ্রামের মানুষের কাছে পৌঁছে যেতে চাইছে বিজেপি। যুবমোর্চার জেলা সভাপতি শ্যামল কুমার রায় একথা সরাসরি স্বীকার না করলেও এর মধ্য দিয়ে যে একটা সম্পর্ক তৈরি হবে এটা তিনি স্বীকার করে নিয়েছেন।
Like Us On Facebook