বিজেপি’র দু’দিন ব্যাপী রাজ্য কার্য্যকারিণী সভা সম্পন্ন হল মঙ্গলবার। এই সভাকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল। আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই-এর প্রস্তুতি শুরু করে দিল এই সভা থেকে। রাজ্য কমিটির ২০০ জন, কেন্দ্রীয় কমিটির প্রায় ৩০ জন, মোর্চা প্রেসিডেন্ট ১৪ জন ছাড়াও ৪ জন কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য কার্য্যকারিণী সভায় অংশ নেন। কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন সুরেশ পুজারী, শিব প্রকাশ, কৈলাশ বিজয়বর্গীয় ও রাহুল সিনহা। তিন মাস অন্তর বিজেপি’র এই রাজ্য কার্য্যকারিণী সভা অনুষ্ঠিত হয়। এই সভায় রাজনৈতিক খসড়া তৈরি হয়। সভায় সমস্ত জেলার সভাপতিদের কাছে তাঁদের জেলার সাংগঠনিক অবস্থা সম্পর্কে যাবতীয় রিপোর্ট সংগ্রহ করা হয়। এই সভায় রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিজেপি দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রথমটি হল, বিজেপির সমস্ত সাংগঠনিক বৈঠকের আগে সরস্বতী মূর্তিতে মাল্যদান করা হবে। দ্বিতীয়টি হল, সাম্প্রদায়িক বিভাজন, হিংসা, অপশাসন, মিথ্যা মামলা, বিরোধী দলের কর্মীদের উপর আক্রমণ, এসবের মাধ্যমে রাজ্যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে। তাই, এর বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। সাড়ে দশ হাজার ‘বিস্তারক’কে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন গ্রাম গঞ্জে পাঠান হবে এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন। রাজ্য কার্য্যকারিণী সভা গতকাল শেষ হওয়ার পর এক প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব তাঁদের বক্তব্য রাখেন।
Like Us On Facebook