বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দার্জিলিংএ হেনস্থার প্রতিবাদে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে পূর্ব ও পশ্চিম বর্ধমানেও বিজেপি কর্মীরা বিভিন্ন এলাকায় পথ অবরোধ করল। এদিন বিজেপি কর্মীরা দুর্গাপুরের সিটি সেন্টারের কাছে ২নং জাতীয় সড়ক ১৫মিনিট অবরোধ করে। ফলে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে বুঝিয়ে অবরোধ তোলে। পানাগড়ের মোড় গ্রামের রাজ্য সড়কেও বৃহস্পতিবার বিজেপি কর্মীরা বিজেপি রাজ্য সভাপতিকে দার্জিলিংএ হেনস্থা করার প্রতিবাদে পথ অবরোধ করে।
পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দার্জিলিংএ হেনস্থার প্রতিবাদে পথে নামে বর্ধমান জেলা বিজেপির যুবমোর্চা। শুক্রবার বর্ধমানের কার্জনগেটে যুবমোর্চার কর্মী সমর্থকরা পথ অবরোধ করে। আটকে পড়ে কিছুক্ষণের জন্য বিভিন্ন যানবাহন। কার্জনগেটের সামনে বিজেপির যুবমোর্চার কর্মী সমর্থকরা গাড়ির টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায়। মিনিট দশেক অবরোধ চলার পর তারা অবরোধ তুলে নেয়।