ভোটের সময়ে বর্ধমান শহরের গুডশেড রোডে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় অফিস ভাঙচুর করার অভিযোগে পলাতক ২ বিজেপি সমর্থকের গায়ে হাত না তুলে কান ধরে ওঠবোস করিয়ে সবক শেখালেন তৃণমূলের নেতারা। চাঞ্চল্যকর এই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গেছে শহর জুড়ে। এই ঘটনায় বিজেপির বর্ধমান দক্ষিণ বিধানসভার আহ্বায়ক কল্লোল নন্দন জানিয়েছেন, এই ছবি ভাইরাল হয়েছে। তাই তাঁরা চান প্রশাসন এব্যাপারে ব্যবস্থা গ্রহণ করুক।

অন্যদিকে, যে নেতার নেতৃত্বে এই কানধরে ওঠবোস করানো হয়েছে সেই তৃণমূল কংগ্রেসের এসসি-ওবিসি সেলের জেলা সম্পাদক অশোক মণ্ডল জানিয়েছেন, গত ২মে’র পর থেকেই ওই এলাকার প্রায় ১০-১২ জন বিজেপি কর্মী সমর্থক ঘরছাড়া হয়ে রয়েছেন। নির্বাচনের সময় গুডশেড রোডে তৃণমূলের দলীয় অফিস ভাঙচুর করার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। তিনি দাবপ করেছেন, ওই পলাতকদের পরিবারের লোকজন তাঁদের ঘরে ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন। তার মধ্যে এই দু’জন বাড়ি ফেরে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি কোনরকম অশান্তি না করার জন্য বলা হয়েছে তাঁদের। যেহেতু তাঁদের উপর এলাকার মানুষের রাগ রয়েছে। তাই বড়সড় কোন অশান্তি যাতে না হয়, সেজন্য সকলের সামনে তাঁদের কানধরে ওঠবোস করিয়ে ক্ষমা চাইতে বলা হয়েছে।

অশোকবাবু জানিয়েছেন, এই সবক শেখানো না হলে এলাকার মানুষের হাতে তাঁরা আক্রান্ত হতে পারত। তিনি জানিয়েছেন, তাঁদের কখনই জোর দিয়ে বলা হয়নি বিজেপি ছেড়ে দিয়ে তৃণমূল করতে হবে। যেহেতু এলাকার পার্টি অফিস ভাঙচুর করার জন্য তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং তা নিয়ে এলাকায় একটা রাগ ছিল তাই তার থেকে যাতে আর বড়সড় কিছু না হয় সেজন্যই প্রকাশ্যে তাঁদের এটা করানো হয়েছে।

Like Us On Facebook