পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে চার রাজ্যে বিজেপির জয়ের আনন্দে মাতোয়ারা পূর্ব বর্ধমান জেলার বিজেপি কর্মী সমর্থকেরা। বর্ধমান জেলা বিজেপির সদর কার্যালয়ের সামনে গেরুয়া আবির মেখে পথচলতি মানুষদের মিষ্টিমুখ করাল বিজেপি। গেরুয়া আবির মেখে আগাম দোল উৎসবে মেতে উঠলেন বিজেপি কর্মীরা। মহিলা মোর্চার সদস্যরাও সামিল হন এই অকাল দোল উৎসবে।
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয় বৃহস্পতিবার। সকাল থেকেই রাজ্যের রাজনৈতিক দলগুলির নজর ছিল উত্তরপ্রদেশ ও গোয়ার ফলাফলের দিকে। বিশেষ করে উত্তরপ্রদেশে দ্বিতীয়বার ও মণিপুর, গোয়া, উত্তরখন্ডে বিজেপি সরকার গঠনের পরিস্থিতি তৈরি হতেই আনন্দে ফেটে পতেন বিজেপির কর্মী সমর্থকেরা। পূর্ব বর্ধমান সদর জেলার বিজেপি সভাপতি অভিজিৎ তা বলেন, ‘বিজেপি উত্তরপ্রদেশ সহ তিন রাজ্যে ব্যাপকভাবে জয় পেয়েছে। আগামী ২০২৪ সালে দিল্লিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার গঠন হতে চলেছে তা নিশ্চিত হয়ে গেল এই জয়ের মধ্যে দিয়ে। তাই আজ সদর কার্যালয় সহ জেলার বিভিন্ন বিজেপি পার্টি অফিসে গেরুয়া আবির খেলার পাশাপাশি চলছে মিষ্টিমুখ।’
পাশাপাশি গেরুয়া আবির মাখিয়ে গাজরের হালুয়া বিতরণ করে অকাল হোলি উৎসবে মাতলেন পানাগড়ের বিজেপি নেতা-কর্মীরা। ৪ রাজ্যে নির্বাচনের ফল বিজেপির পক্ষে যাওয়ায় বৃহস্পতিবার পানাগড়ের বিশ্বকর্মা মন্দির থেকে পানাগড় বাজার পর্যন্ত বিজয় মিছিল করলেন বিজেপি কর্মী সমর্থকরা। এদিন একে অপরকে গেরুয়া আবির মাখিয়ে এলাকার মানুষের মধ্যে গাজরের হালুয়া বিতরণ করেন তাঁরা।