দলীয় পর্যবেক্ষক সহ বিজেপি নেতাদের মারধর ও হেনস্থার প্রতিবাদে পথে নামলো বিজেপি। বৃহস্পতিবার শহরের আমড়াতলা গলি থেকে বিক্ষোভ মিছিল করে এসে বর্ধমানের কার্জনগেটে জিটি রোড অবরোধ করে বিজেপি নেতা কর্মীরা। মিনিট দশেক অবরোধ চলার পর অবরোধকারী বিজেপি নেতা কর্মীরা অবরোধ তুলে নেয়। উল্লেখ্য, পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ও জামালপুরে সাম্প্রতিক বন্যায় সব থেকে বেশি ক্ষতি হয়েছে। বুধবার বিজেপির একটি প্রতিনিধিদল জামালপুরের অমরপুর গ্রামে গেলে শাসকদলের সমর্থকরা তাঁদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। ব্যাপক মারধর করা হয় বিজেপির রাজ্য নেতা তথা বর্ধমান জেলার পর্যবেক্ষক অনল বিশ্বাস, জেলা সম্পাদক নবকুমার হাজরা, যুব নেতা সুনীল গুপ্তা ওরফে গুড্ডু প্রমুখ গুরুতর আহত হন। এদের মধ্যে নবকুমার হাজরার হাতও ভেঙ্গে যায়। এর প্রতিবাদেই এদিন বিজেপির রাস্তা অবরোধ। অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে প্রতীকি বিক্ষোভও জানান। পরে বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী জানান, সিপিএমের মতই রাজ্যের শাসকদলও সন্ত্রাস সৃষ্টি করছে। যেভাবে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাওয়া বিজেপির রাজ্য ও জেলা নেতাদের ওপর হামলা চালানো হয়েছে তা বর্বরতারই সামিল। গোটা ঘটনার বিষয়ে তাঁরা রাজ্য ও কেন্দ্র নেতৃত্বের কাছে রিপোর্ট পাঠিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে তাঁরা কেন্দ্রীয় ও রাজ্যস্তরের নেতৃত্বকে নিয়ে ফের জামালপুরে যাবেন। এদিন তিনি জানান, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা না হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটবেন। পাশাপাশি তিনি জানান, খুব শীঘ্রই সাম্প্রতিককালে বিজেপি কর্মী সমর্থকদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তার একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জেলা পুলিশ সুপারের হাতে তুলে দিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আবেদন জানাবেন।
Like Us On Facebook