আগামী ২২ ও ২৩ এপ্রিল বিজেপির রাজ্য সম্মেলন। সেই উপলক্ষে বৃহস্পতিবার বর্ধমানের তিনকোনিয়ায় লায়ন্স ক্লাবের সভাকক্ষে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। জানা গেছে রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রের প্রায় ৪২ জন মন্ত্রী বিজেপির বিভিন্ন সভায় যোগ দেবেন। তার অধিকাংশ মন্ত্রী ওই রাজ্য সম্মেলনে অংশ নেবেন। বৃহস্পতিবার তার প্রস্তুতি সভা ও কর্মী সভায় যোগ দিতে আসেন কেন্দ্রীয় নেতা ও কৃষি প্রতিমন্ত্রী সুদর্শন ভগত। কর্মী সম্মেলনের পর বিজেপির ডাকা এক সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাফল্যের কথা তুলে ধরে কৃষি প্রতিমন্ত্রী। তিনি বলেন, নোট বাতিলের প্রভাবে বড় ধরনের একটা পরিবর্তন এসেছে উত্তরপ্রদেশ-সহ চারটি রাজ্যের ভোটে। তিনি আরও বলেন, রামনবমী পালনে এই রাজ্যের সরকার বাধা দিয়েছে। তবে বিজেপি এখানে যে ভাবে বাড়ছে ২০১৮ সালে পঞ্চায়েত ও পুরভোটে এই রাজ্যে খুব ভালো ফল করবে।

Like Us On Facebook