বিজেপি টিচারস্ সেলের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল বর্ধমান লায়ন্স ক্লাবের সভাঘরে। সংগঠনের বর্ধমান জেলার (বিজেপির সাংগঠনিক জেলা) আহ্বায়ক রাধাকান্ত রায় জানিয়েছেন, এদিন সম্মেলনে হাজির ছিলেন জেলার প্রায় ২০০জন প্রতিনিধি। এছাড়াও হাজির ছিলেন সংগঠনের রাজ্য আহ্বায়ক দিপল বিশ্বাস, বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বোস, চন্দ্র কুমার বোস, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা তনভির নাসরিন, কলকাতা হাইকোর্টের আইনজীবী শুভ্রদীপ রায় সহ বিধান গায়েন, অর্ধেন্দু বিশ্বাস প্রমুখ।

রাধাকান্তবাবু জানান, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে শিক্ষকদের জন্য সপ্তম বেতন কমিশন লাগু হয়ে গেছে। কিন্তু এখনও পশ্চিম বাংলায় পঞ্চম বেতন কমিশন চলছে। ষষ্ঠ বেতন কমিশন গঠন হলেও এখনও তার ফলাফল জানা যায়নি। এমতবস্থায় গোটা রাজ্য জুড়েই শিক্ষকরা বঞ্চনার শিকার। এমনকি বহু শিক্ষককে ১০০-২০০ কিমি পর্যন্ত দূরত্বে গিয়ে স্কুল করতে হচ্ছে। এব্যাপারে বারবার প্রশাসনের কাছে জানিয়েও ফল পাওয়া যাচ্ছে না। তিনি জানান, সম্মেলনে এই বিষয়গুলি নিয়েই আলোচনা হয়েছে এবং আগামী দিনে এব্যাপারে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, মূলত ১১ দফা দাবি নিয়ে এদিন আলোচনা হয়েছে। এই দাবির মধ্যে রয়েছে শূন্যপদে শিক্ষক নিয়োগ এবং সরকারি অর্থের অপচয় বন্ধ করা। শিক্ষাক্ষেত্রকে দুর্নীতিমুক্ত ও স্বজনপোষণমুক্ত করা। সাম্প্রদায়িক তোষণ বন্ধ করা প্রভৃতি।

Like Us On Facebook