‘তোলাবাজির’ টাকা ফেরত ও অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বর্ধমানে শহরে। শুক্রবার বর্ধমান-কালনা রোডের কালনাগেট বাজারের কাছে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। দিন চারেক আগে ‘তোলাবাজির’ জেরে এক অবসরপ্রাপ্ত রেলকর্মীর মৃত্যুর অভিযোগ ওঠে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মহম্মদ সেলিমের বিরুদ্ধে। এই অভিযোগে গত বুধবার মৃতের স্ত্রী ও পুত্রকে নিয়ে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান বর্ধমান থানায়।
অভিযোগ, বছর দেড়েক আগে অবসরপ্রাপ্ত রেলকর্মী কিশোরপ্রসাদ পাসোয়ান বর্ধমান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লোকো এলাকায় একটি বাড়ি তৈরি শুরু করেন। নিজের জায়গায় বাড়ি করার জন্য তাকে তৎকালীন কাউন্সিলর মহম্মদ সেলিমকে তিন দফায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিতে হয়। আরও অভিযোগ, সেলিমই নাকি ফোন করে এক ব্যক্তিকে টাকা জমা দিতে বলেন। টাকা দিতে হয় বাড়ির প্ল্যান, জল ও বিদ্যুতের লাইনের পারমিশানের জন্য। কিন্তু তিনি কোনভাবেই বাড়ি তৈরির অনুমোদন পাননি। বেশ কিছুদিন আগে তিনি বিষয়টি নানা জায়গায় অভিযোগ জানান। তারপরও নানা ভাবে তদ্বির করেও বাড়ির প্ল্যান পান নি কিশোরপ্রসাদ পাসোয়ান। মঙ্গলবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয় মারা যান কিশোরবাবু। তার জেরেই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতারের দাবিতে এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ঘন্টা খানেক অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বর্ধমান-কালনা রোডে। শেষমেশ পুলিশি আশ্বাসে বিজেপি কর্মী-সমর্থকরা অবরোধ তুলে নেন।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?