মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায়। মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগে বিজেপির রাজ্য নেতা তথা পূর্ব বর্ধমান জেলার পর্যবেক্ষক অনল বিশ্বাসের নেতৃত্বে বুধবার বিজেপি নেতা-কর্মীরা বর্ধমান সদর মহকুমাশাসকের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। এদিন তাঁরা জেলাশাসকের সঙ্গেও দেখা করে সন্ত্রাস বন্ধের আবেদন জানান।

বুধবার জামালপুরে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে বিজেপির পূর্ব বর্ধমান জেলা ওবিসি মোর্চার সভাপতি জীতেন দোকাল ও কর্মী রতন দেকে মারধরের অভিযোগ উঠল। অভিযোগের তীর তৃণমূলের দিকে। অন্যদিকে জামালপুরের পারাতল ১ গ্রাম পঞ্চায়েতের রুদ্রা গ্রামে তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। এক্ষেত্রে অভিযোগের তীর বিজেপির দিকে। দুপক্ষই নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।

বিজেপির পূর্ব বর্ধমান জেলা সভাপতি সন্দীপ নন্দী বলেন, মনোনয়ন জমা শুরু হতেই জেলা জুড়ে বিজেপি কর্মীদের উপর লাগামছাড়া সন্ত্রাস চালাচ্ছে শাসকদলের সমর্থকরা। জেলার বিভিন্ন ব্লকে মনোনয়ন পত্র জমা দিতে গেলে হামলা চালানো হচ্ছে বিজেপি কর্মীদের উপর। যদিও শাসকদল হামলার সব অভিযোগ অস্বীকার করেছে।

Like Us On Facebook