কলকাতা থেকে শুরু হওয়া বিজেপির শহীদ সম্মান যাত্রা মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলায় এসে পৌঁছায়। দেবীপুরে শহীদ সম্মান যাত্রাকে বিজেপি বর্ধমান সদর সাংগঠনিক জেলার পক্ষ থেকে স্বাগত জানানো হয়। তারপর ২ নং জাতীয় সড়ক ধরে শহীদ সম্মান যাত্রা এসে পৌঁছায় বর্ধমান শহরের ডিভিসি মোড় এলাকায় পূর্ব বর্ধমান বিজেপির সদর কার্যালয়ে। বুধবার সকাল ৮ টায় সদর জেলা কার্যালয় থেকে পুনরায় শহীদ সম্মান যাত্রা শুরু হবে।

বিজেপির বর্ধমান সদর কার্যালয়ে শহীদ সম্মান যাত্রা পৌঁছানোর পর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার সাংবাদিকদের বলেন, ‘শহীদ সম্মানযাত্রা ঘিরে পুলিশি বাধা থাকবে এটা জানাই ছিল। দিকে দিকে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। লকডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে শহীদ সম্মান যাত্রার জন্য। বিভিন্ন জায়গায় মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, কর্মীদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে। তা সত্ত্বেও এই কার্যক্রম সফল হয়েছে।’

Like Us On Facebook